মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. মাইকেল মধুসূদন দত্তের জন্ম কবে?
উ. ২৫ জানুয়ারি, ১৮২৪ সালে অবিভক্ত বাংলার যশোর জেলার সাগরদাঁড়িতে।
২. মধুসূদন দত্ত বাংলা ভাষার কোন ছন্দের প্রবর্তক?
উ. মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
৩.মেঘনাদবধ কাব্য এর মোট কত দিন ও কত রাতের ঘটনা বর্ণিত হয়েছে?
উ. তিন দিন ও দুই রাত।
৪. মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কি?
উ. মেঘনাদবধ কাব্য।
৫. মেঘনাদবধ কাব্য এর কয়টি সর্গ ও কী কী?
উ. মেঘনাদবধ কাব্য এর নয় টি সর্গ। যথা-
অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী ও সংক্রিয়া।
৬. মধুসূদন দত্ত কবে ও কত বছর বয়সে মারা যান?
উ. ২৯ জুন ১৮৭৩ সালে ৪৯ বছর বয়সে মারা যান।
৭.মেঘনাদবধ কাব্য এর প্রথম সর্গের নাম কি?
উ. অভিষেক।
৮. কাব্যের সূচনায় কবি কোন দেবীর বন্দনা করেছেন?
উ. বাগদেবী সরস্বতীর।
৯. ভগ্নদূতের নাম কি ছিল?
উ. মকরক্ষ।
১০. প্রথম সর্গে রাবনের মৃত পুত্রের নাম কি ছিল?
উ. বীরবাহু।
১১. বীর বাহুর মৃত্যু সংবাদ রাবনকে কে দিয়েছিল?
উ. ভগ্নদূত মকরাক্ষ।
১২. রাবনের মন্ত্রীর নাম কি ছিল?
উ. সারণ।
১৩. বারন কাকে সন্দেহ করেছিল সেতু বন্ধনে রামকে সাহায্য করেছে বলে?
উ. সমুদ্রদেবতা বরুণ।
১৪. প্রথম সর্গ এ উল্লেখিত রাবন পত্নীর নাম কি?
উ. চিত্রাঙ্গদা।
১৫. বীরবাহুর মাতার নাম কি ছিল?
উ. চিত্রাঙ্গদা।
১৬. চিত্রাঙ্গদা তার পুত্রের মৃত্যুর জন্যে কাকে দায়ী করেছিল?
উ. রাবনকে।
১৭. চিত্রাঙ্গদা কি কারণে রাবনকে ধিক্কার দিয়েছিল?
উ. সীতাহরণের জন্য।
১৮. বরুণের স্ত্রীর নাম কি?
উ. বারুণী।
১৯. বারুণীর সখির নাম কি?
উ. মুরলা।
২০. লঙ্কার সংবাদ নিতে বারুণী মুরলাকে কার কাছে পাঠায়?
উ. রাজলক্ষ্মী কমলার কাছে।
২১. প্রথম সর্গ এ রাবনের অপর পুত্রের নাম কি?
উ. মেঘনাদ।
২২. মেঘনাদ এর ধাত্রীর নাম কি?
উ. প্রভাষা।
২৩. মুরলা কার ছদ্মবেশ ধারন করেছিল?
উ. মেঘনাদ এর ধাত্রী প্রভাষার।
২৪. মেঘনাদ এর স্ত্রীর নাম কি?
উ. প্রমীলা।
২৫.প্রথম সর্গ এ কত বার রাম চন্দ্রের পরাজয়ের কথা রয়েছে?
উ. দুই বার।
২৬. বারন মেঘনাদকে ইষ্ট দেবতার পূজা করতে কোথায় যেতে বলেন?
উ. নিকুম্ভিলা যজ্ঞাগারে।
২৭. প্রথম সর্গ এ কার অভিষেক হয়েছিল?
উ. মেঘনাদের।
২৮. কে মেঘনাদের অভিষেক করেছিল?
উ. রাবন।
২৯. কি দিয়ে মেঘনাদের অভিষেক করা হয়েছিল?
উ. গঙ্গাজল দিয়ে।