সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরে জাগরী উপন্যাস ।। সতীনাথ ভাদুড়ীর জাগরী উপন্যাসের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর সতীনাথ ভাদুড়ীর জাগরী উপন্যাস:
১. ‘জাগরী’ উপন্যাসটির প্রকাশকাল কত?
উ: ‘জাগরী’ উপন্যাসটির প্রকাশকাল ১৯৪৫ খ্রিস্টাব্দ।
২. ‘জাগরী’ উপন্যাসটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
উ: ‘জাগরী’ উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেছিলেন লীলা রায়।
৩. ‘জাগরী’ উপন্যাসটির ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয়?
উ: ১৯৬৫ সালে ‘জাগরী’ উপন্যাসটির ইংরেজি অনুবাদ প্রকাশ পায়।
৪. ‘জাগরী’ উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম কী?
উ: জাগরী উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম ভিজিল।
৫. কোথা হতে ‘জাগরী প্রথম প্রকাশিত হয়?
উ: ‘জাগরী’ উপন্যাসটি প্রথম প্রকাশ ভবন প্রকাশনী থেকে প্রকাশিত হয়।
৬. ‘জাগরী’ উপন্যাসটি কোন্ পুরস্কারে পুরস্কৃত হয়েছিল?
উ: রবীন্দ্র পুরস্কারে (১৯৫০) পুরস্কৃত হয়েছিল।
৭. কত সালে ‘জাগরী’ পুরস্কৃত হয়েছিল?
উ: ১৯৫০ সালে রবীন্দ্রনাথ পুরস্কারে পুরস্কৃত হয়েছিল।
৮. ‘জাগরী’ উপন্যাসে বিলু-নীলুর পিতার নাম কী?
উ: ‘জাগরী’ উপন্যাসে বিলু-নীলুর পিতার নাম বারীন্দ্র সান্যাল।
৯. বিলু কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিল?
উ: বিলু সোস্যালিস্ট কংগ্রেস মতাদর্শে বিশ্বাসী ছিল।
১০. নীলু শেষপর্যন্ত কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠেছিল?
উ: নীলু শেষপর্যন্ত কমিউনিস্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠেছিল।
১১. বিলু-নীলুর বাবা ও মা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিল?
উ: বিলু-নীলুর বাবা ও মা গান্ধিবাদী কংগ্রেস মতাদর্শে বিশ্বাসী ছিল।
১২. ‘জাগরী’ উপন্যাসের প্রেক্ষাপটে কোন রাজনৈতিক আন্দোলন আছে?
উ: জাগরী উপন্যাসের প্রেক্ষাপটে আছে ভারত ছাড়ো আন্দোলন।
১৩. ‘জাগরী’ উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা কত?
উ: জাগরী উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা ৪টি।
১৪. ‘জাগরী’ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের শিরোনাম কী?
উ: জাগরী উপন্যাসের প্রথম পরিচ্ছেদের শিরোনাম হল ফাঁসি গেল বিলু।
১৫. ‘জাগরী’ উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের শিরোনাম কী?
উ: ‘জাগরী’ উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের শিরোনাম আপার ডিভিশন ওয়ার্ড বাবা।
১৬. ‘জাগরী’ উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদের শিরোনাম কী?
উ: জাগরী উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদের শিরোনাম আওরত কিতা মা।
১৭. ‘জাগরী’ উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদের শিরোনাম কী?
উ: জাগরী উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদের শিরোনাম জেলগেট নীলু।
১৮. কোথায় মিটিং করে ফেরার পথে বিলুদের বটগাছের তলায় রাত্রিযাপন করতে হয়েছে?
উ: বকড়ি কোলে মিটিং করে ফেরার পথে বিলুদের বটগাছের তলায় রাত্রিযাপন করতে হয়েছে।
১৯. বিলুরা যে বটগাছের তলায় রাত্রিযাপন করে সেটি কার থানের কাছে অবস্থিত?
উ: বিলুরা যে বটগাছের তলায় রাত্রিযাপন করে সেটি কামাখ্যা থানের কাছে অবস্থিত।
২০. কোথাকার সেন্ট্রাল জেলে বিলুর ফাঁসি হওয়ার কথা?
উ: পূর্ণিয়া সেন্ট্রাল জেলে বিলুর ফাঁসি হওয়ার কথা।
২১. মিটিং করে ফেরার পথে কাকে বটগাছের তলায় রাত্রিযাপন করতে হয়নি?
উ: মহাদেও কে মিটিং করে ফেরার পথে বটগাছের তলায় রাত্রিযাপন করতে হয়নি।
২২. ১৯৪৩ সালে মে মাসে পূর্ণিয়া সেন্ট্রাল জেলে কত জন কয়েদী ছিল?
উ: ১৯৪৩ সালে মে মাসে পূর্ণিয়া সেন্ট্রাল জেলে ৪৫০০ জন কয়েদী ছিল।
২৩. পূর্ণিয়া সেন্ট্রাল জেলের ১নং ওয়ার্ডটির দৈর্ঘ্য/প্রস্থ কত ছিল?
উ: পূর্ণিয়া সেন্ট্রাল জেলের ১নং ওয়ার্ডটির দৈর্ঘ্য-প্রস্থ ছিল ৮/৫ হাত।
২৪. জেল কর্মচারীদের হুকুম অমান্য করলে কয়েদীদের কী সাজা পেতে হত?
উ: জেল কর্মচারীদের হুকুম অমান্য করলে কয়েদীদের ডাণ্ডাবেড়ী-র সাজা পেতে হত।
২৫. স্কুলে প্রাইজ বিতরণের সময় বিলু কোন কাব্য পাঠ করেছিল?
উ: স্কুলে প্রাইজ বিতরণের সময় বিলু মেঘনাদবধ কাব্য পাঠ করেছিল।
২৬. কালীবাবু কোন শিক্ষানিকেতনের সহকারী প্রধান শিক্ষক ছিলেন?
উ: কালীবাবু কাশী বিদ্যাপীঠ শিক্ষানিকেতনের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
২৭. বিলু তার মাসিমাকে কোন স্টেশনে তুলে দিতে গিয়েছিল?
উ: নৈহাটি স্টেশনে বিলু তার মাসিমাকে তুলে দিতে গিয়েছিল।
২৮. সুপারিন্টেন্ডেন্ট মেজর কপিলটসকে কোন ধরনের বই জেলে পাশ করত না?
উ: সুপারিন্টেন্ডেন্ট মেজর কপিলটসকে নারীচিত্র সম্বলিত বই জেলে পাশ করত না।
২৯. রামখেলওনবাবু কোথা থেকে প্রকাশিত ছবির বই পাঠিয়েছিলেন?
উ: রামখেলওনবাবু রয়াল একাডেমি থেকে প্রকাশিত ছবির বই পাঠিয়েছিলেন।
৩০. ‘জাগরী’ উপন্যাসে কোন সালের ভূমিকম্পের কথা আছে?
উ: ১৯৩৪ খ্রিস্টাব্দে জাগরী উপন্যাসে ভূমিকম্পের কথা আছে।
৩১. ‘জাগরী’ উপন্যাসের কার একমাত্র সাইকেল আছে?
উ: জাগরী উপন্যাসের নবদ্বীপের একমাত্র সাইকেল আছে।
৩২. কোন হাসপাতালে নীলুর আপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল?
উ: আজমীর হাসপাতালে নীলুর আপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল।
৩৩. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কয়েদীরা কত নম্বর ওয়ার্ডে থাকে?
উ: যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কয়েদীরা ৬ নম্বর ওয়ার্ডে থাকে।
৩৪. ৬ নম্বর ওয়ার্ডের নাম কী?
উ: ৬ নম্বর ওয়ার্ডের নাম দামালী কিতা।
৩৫. দামালী কিতারা কয়েদীরা অন্য ওয়ার্ডের কয়েদীদের কী বলে ঠাট্টা করে?
উ: দামালী কিতারা কয়েদীরা অন্য ওয়ার্ডের কয়েদীদের কদ্দুচোর বলে ঠাট্টা করে।
৩৬. ‘কানের ভিতর দিয়ে মরমে পশিল গো। / আকুল করিল মোর প্রাণ’-পদটি জাগরী উপন্যাসে কার কণ্ঠে ধ্বনিত হয়েছে?
উ: উপরিউক্ত পদটি জাগরী উপন্যাসে বিলু-র কণ্ঠে ধ্বনিত হয়েছে।
৩৭. ফাঁসির সময় বিলুর বয়স কত হয়েছিল?
উ: ফাঁসির সময় বিলুর বয়স ৩৩ হয়েছিল।
৩৮. বিলুর প্রকৃত নাম কী?
উ: বিলুর প্রকৃত নাম পূর্ণচন্দ্র।
৩৯. বিলু-নীলু কার বাগানে কুল খেতে গিয়েছিল?
উ: বেহবুদ মোক্তারের বাগানে বিলু-নীলু কুল খেতে গিয়েছিল।
৪০. বিলু ভারত সরকারের কত নম্বর ফাঁসির আসামী ছিল?
উ: বিলু ভারত সরকারের ১১০৯ নম্বর ফাঁসির আসামী ছিল।
৪১. বারীন্দ্র সান্যাল কত সাল থেকে কারও সেবা গ্রহণ করেননি?
উ: ১৯২১ সাল থেকে বারীন্দ্র সান্যাল কারও সেবা গ্রহণ করেননি।
৪২. জেল কোড অনুসারে দু’বেলা ভাতের নাম কী ছিল?
উ: জেল কোড অনুসারে দু’বেলা ভাতের নাম ছিল বেঙ্গল ডায়েট।
৪৩. প্রাদেশিক সামার ক্যাম্প কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উ: প্রাদেশিক সামার ক্যাম্প শোনপুরে অনুষ্ঠিত হয়েছিল।
৪৪. প্রাদেশিক সামার ক্যাম্পে বিলু কী পাঠ করেছিল?
উ: প্রাদেশিক সামার ক্যাম্পে বিলু ডায়ালেকটিক্যাল মেটিরিয়ালিজম পাঠ করেছিল।
৪৫. বারীন্দ্র সান্যালের ওয়ার্ডে কিচেন ম্যানেজার কে ছিলেন?
উ: বারীন্দ্র সান্যালের ওয়ার্ডে কিচেন ম্যানেজার ছিলেন বিষুণ দেওজী।
৪৬. কোন পত্রিকা গান্ধিবাদের মুখপত্র ছিল?
উ: সর্বোদয় পত্রিকা গান্ধিবাদের মুখপত্র ছিল।
৪৭. বিলুর হাত থেকে কালির দোয়াত পড়ে নীলুর কোন গ্রন্থের মলাট নষ্ট হয়ে গিয়েছিল?
উ: বিলুর হাত থেকে কালির দোয়াত পড়ে নীলুর ক্ষীরের পুতুল গ্রন্থের মলাট নষ্ট হয়ে গিয়েছিল।
৪৮. নীলু রাগে বিলুর কোন বইটি বঁটিতে কেটে ফেলে?
উ: নীলু রাগে বিলুর মার্সডেনের ইতিহাস বইটি বঁটিতে কেটে ফেলে।
৪৯. বিলুকে কবে পূর্ণিয়া সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছিল?
উ: ২৩ জানুয়ারি বিলুকে পূর্ণিয়া সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছিল।
৫০. বিলুর সঙ্গে কার বিবাহ প্রস্তাবিত হয়েছিল ?
উ: বিলুর সঙ্গে সরস্বতীর বিবাহ প্রস্তাবিত হয়েছিল।
৫১. নীলুরা কার পাতিহাঁস চুরি করে খেয়েছিল ?
উ: নীলুরা দুর্গাবাবুর পাতিহাঁস চুরি করে খেয়েছিল।
৫২. কে খেদনলালজীর সে ছেলে নয়?
উ: রামপ্রসাদ খেদনলালজীর সে ছেলে নয়।
৫৩. বিলু কার নামের পরিবর্তিত রূপ?
উ: বিলু বলাই-এর নামের পরিবর্তিত রূপ।
৫৪. কোন্ শিখগুরু সিংহাসনের জন্য আপন পুত্রকে হত্যা করেছিলেন?
উ: শিখগুরু বান্দার সিংহাসনের জন্য আপন পুত্রকে হত্যা করেছিলেন।
৫৫. সরস্বতী জন্মসূত্রে কোন দেশের জাতীয় মেয়ে?
উ: সরস্বতী জন্মসূত্রে হিন্দুস্থানী-র জাতীয় মেয়ে।
৫৬. বিলু কোন দিনে জন্মগ্রহণ করেন?
উ: বিল বিজয়া দশমীর দিন জন্মগ্রহণ করেন।
৫৭. বিলুর ‘বলাই’ নামটি কে রেখেছিলেন?
উ: বিলুর বলাই নামটি দাদু রেখেছিলেন।
৫৮. দুর্গাবাবুর ছেলের নাম কী?
উ: দুর্গাবাবুর ছেলের নাম নরু।
৫৯. কামলী দেবীর স্বামী পেশায় কী ছিলেন?
উ: কামলী দেবীর স্বামী পেশায় ডাক্তার ছিলেন।
৬০. বিলু কার মাকে ‘মা’ বলে ডাকতো?
উ: বিলু জিতেনের মাকে মা বলে ডাকতো।
৬১. কে পিশাচ সিদ্ধ হতে গিয়ে শ্মশানে মারা যায়?
উ: নিখিল চৌধুরী পিশাচ সিদ্ধ হতে গিয়ে শ্মশানে মারা যায়।
৬২. জিতেনের মা বিলুকে কী নামে ডাকত?
উ: জিতেনের মা বিলুকে মাছপাতরি নামে ডাকত।
৬৩. বহুরিয়াজীর মেয়ের নাম কী?
উ: বহুরিয়াজীর মেয়ের নাম লজ্জা।
৬৪. সখাবতীজীর ছেলের নাম কী?
উ: সখাবতীজীর ছেলের নাম লাডলী।
৬৫. ‘জাগরী’ উপন্যাসে খোকনদার আসল নাম কী?
উ: ‘জাগরী’ উপন্যাসে খোকনদার আসল নাম ক্রীঙ্কারীরঞ্জন দত্ত।
৬৬. পৃর্ণিয়া সেন্ট্রাল জেলের ডাক্তারবাবুর নাম কী?
উ: পূর্ণিয়া সেন্ট্রাল জেলের ডাক্তারবাবুর নাম অঘোর।
৬৭. বিলুর ফাঁসি রদ হওয়ার খবর কে প্রথম নীলুকে দিয়েছিল?
উ: বিলুর ফাঁসি রদ হওয়ার খবর জেল ডাক্তার প্রথম নীলুকে দিয়েছিল।
৬৮. মৃত্যুদণ্ডের পূর্বরাত্রে কার সমস্ত চুল পেকে গিয়েছিল?
উ: মৃত্যুদণ্ডের পূর্বরাত্রে মেরী আল্টয়নেট-এর সমস্ত চুল পেকে গিয়েছিল।
৬৯. ‘দেখো ভাই, আমার বড় শখের দাড়িটাকে ফেলো না যেন।’-কে বলেছিল?
উ: উক্ত উক্তির বক্তা হলেন স্যার ওয়াল্টার রালে।
৭০. গোরুরজীর আসল নাম কী?
উ: গোরুরজীর আসল নাম সন্ধ্যা দেবী।