মাইকেল মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
প্রশ্ন: মধুসূদন তাঁর ‘কৃষ্ণকুমারী’ নাটক কাকে উৎসর্গ করেছেন?
উত্তর: মধুসূদন তাঁর ‘কৃষ্ণকুমারী’ নাটকটি নাট্যশিক্ষক ও নাট্য অভিনেতা কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করেছেন।
প্রশ্ন: কোন নাটকের মহড়া দেখে মাইকেল মধুসূদন নাটক রচনায় উদ্বুদ্ধ হন?
উত্তর: বেলগাছিয়া নাট্যশালায় ‘রত্নাবলী’ নাটকের অভিনয় দেখে মধু-কবি নাটক রচনায় উদ্বুদ্ধ হয়েছিলেন।
প্রশ্ন: ‘কৃষ্ণকুমারী’ নাটকের কাহিনি কোথা থেকে নেওয়া?
উত্তর: ‘কৃষ্ণকুমারী’ নাটকের কাহিনি টড্ সাহেবের ‘Annals and Antiquities of Rajasthan’ থেকে কাহিনি চয়ন করেছিলেন।
প্রশ্ন: কৃষ্ণকুমারী নাটকের রচনাকাল?
উত্তর: কৃষ্ণকুমারী নাটক ১৮৬০ সালে আগস্ট থেকে সেপ্টেম্বর মধ্যে রচনা করা হয়েছিল।
প্রশ্ন: কৃষ্ণকুমারী নাটকটি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়?
উত্তর: কৃষ্ণকুমারী নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৬১ সালে।
প্রশ্ন: কৃষ্ণকুমারী নাটকটি কোন কোন রঙ্গমঞ্চে অভিনীত হয়?
উত্তর: কৃষ্ণকুমারী নাটক জোড়াসাঁকো নাট্যশালাতে ১৮৬৫ সালের মাঝামাঝি, শোভাবাজার নাট্যশালাতে ১৮৬৭ সালের ৮ই ফেব্রুয়ারি এবং ১৮৬৭ সালের ১১ই ফেব্রুয়ারি অভিনীত হয়।
প্রশ্ন: কৃষ্ণকুমারী নাটক কয়টি অঙ্কে বিভক্ত?
উত্তর: কৃষ্ণকুমারী নাটক পাঁচটি অঙ্কে বিভক্ত।
প্রশ্ন: কৃষ্ণকুমারী কে?
উত্তর: উদয়পুরের রাজকন্যা। পরমাসুন্দরী, পঞ্চদশবর্ষীয়া।
প্রশ্ন: কৃষ্ণকুমারী নাটকের প্রধান চরিত্রের নাম?
উত্তর: কৃষ্ণকুমারী নাটকের প্রধান চরিত্র হয় মেবারের অধিপতি রাণা ভীম সিংহ।
প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কি?
উত্তর: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হল—কৃষ্ণকুমারী।
প্রশ্ন: কৃষ্ণকুমারী নাটকে একটি ইতিহাস বহির্ভূত চরিত্রের নাম লেখো। মাইকেল মধুসূদন এই চরিত্রের জন্য কোন নাটকের কোন চরিত্রের সহায়তা নিয়েছিলেন?
উত্তর: ইতিহাস বহির্ভূত চরিত্র হল বলেন্দ্র সিংহ।
এই চরিত্রের জন্য শেক্সপীয়রের ‘King John’ নাটকের Bastard চরিত্রের সহায়তা নিয়েছিলেন।
প্রশ্ন: ভীমসিংহ চরিত্র অঙ্কনে মধুসূদন কোন চরিত্র দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
উত্তর: শেক্সপীয়রের ‘কিংলিয়র’ নাটকেট ‘লিয়র’ চরিত্রের দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
প্রশ্ন: ধনদাস চরিত্রাঙ্কন করেছেন কোন চরিত্রের অনুরূপে?
উত্তর: ধনদাস চরিত্রাঙ্কন করেছেন শেক্সপীয়ারের ‘ওথেল’ নাটকের ‘ইয়াগো’ চরিত্রানুযায়ী।
প্রশ্ন: কৃষ্ণকুমারী নাটকে কয়টি গান রয়েছে?
উত্তর মোট পাঁচটি গান রয়েছে এবং সবগুলিই নেপথ্যে।
প্রশ্ন: কৃষ্ণকুমারী নাটককে মধুসূদন কোন শ্রেণিতে ফেলেছেন?
উত্তর: কৃষ্ণকুমারী নাটককে মধুসূদন ঐতিহাসিক বিয়োগান্ত বা ‘History Tragedy’ শ্রেণিতে ফেলেছেন।