বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস - আশুতোষ ভট্টাচার্য | Bangla Mangalkabyer Itihas - Ashutosh Bhattacharya
বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত :
বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস রচনায় লেখক শ্রীযুক্ত আশুতােষ ভট্টাচার্য যে অসামান্য পারদর্শিতার পরিচয় দিয়েছেন তা বিশেষ শ্রদ্ধার যােগ্য। দুর্গম ও বহুবিস্তৃত ক্ষেত্র থেকে তিনি প্রভূত তথ্য সংগ্রহ এবং সতর্কতার সঙ্গে প্রমাণ বিশ্লেষণ করে তার ঐতিহাসিকতা নির্ণয় করেছেন। এই মঙ্গলকাব্যগুলির মধ্যেই বাংলা কাব্যভাষার প্রথম আত্মােপলব্ধির অভিব্যক্তি দেখা দিয়েছে। বাংলা সাহিত্যের পরিণতি আলােচনা-কার্যে এই বইখানি বিশেষ সহায়তা করতে পারবে, এ জন্যে লেখক বাংলা সাহিত্যের ইতিহাস সন্ধানকারীদের কৃতজ্ঞতা ভাজন। - রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস গ্রন্থে আশুতোষ ভট্টাচার্য যে বিষয়গুলি আলোচনা করেছেন :
বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস গ্রন্থটিতে শ্রীযুক্ত আশুতোষ ভট্টাচার্য মহাশয় তিনটি ভাগে বিভক্ত করেছেন আলোচনা করেছেন। প্রথম ভাগ যেখানে রয়েছে মঙ্গলকাব্যের ভূমিকা, মঙ্গলকাব্যের উৎপত্তির, বৈশিষ্ট্য ও তার ক্রমবিকাশের ইতিহাস। দ্বিতীয় ভাগের চারটি অধ্যায়ে যথাক্রমে শৈবসাহিত্য, পদ্মপুরাণ, মঙ্গলচণ্ডী, ধর্ম্ম পূজার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন। তৃতীয় ভাগে অপ্রধান মঙ্গলকাব্যগুলি সম্পর্কে আলোচনা করা করেছেন। নিম্নে সম্পূর্ণ সূচিপত্রটি দেওয়া হলো—
প্রথম ভাগ
ভূমিকা উৎপত্তি, বৈশিষ্ট্য ও ক্রমবিকাশ
পুরাণ ও মঙ্গলকাব্য পৃঃ ১, সমাজে ব্যক্তিত্বের প্রতিষ্ঠা ২, বাংলায় বৌদ্ধধৰ্ম্ম ২, প্রাচীন বঙ্গের ধর্মমত ৩, মঙ্গলকাব্যের পরিকল্পনা ৪, উদ্ভব ৫, উদ্দেশ্য ৬, আৰ্য ও বাংলার লৌকিক সংস্কার ৭, কৃষকের দেবতা শিব ৮, শক্তি ১০, বাংলার লৌকিক দেবতা ১১, বৈষ্ণব সাহিত্য ও মঙ্গলকাব্য ১৪, মঙ্গলকাব্যের ঐতিহাসিক মুল্য ১৫, সাহিত্যিক মূল্য ১৬, বাংলার জাতীয় মহাকাব্য ১৭, ধৰ্ম্মমঙ্গল পশ্চিমবঙ্গের জাতীয় মহাকাব্য ১৯, পরবর্তী মঙ্গলকাব্যের বৈচিত্র্যহীনতা ২২, দেবদেশে কাব্যরচনা ২৩, মঙ্গলকাব্যের সম্প্রদায়-ভেদ ২৮, মঙ্গলকাব্যের প্রচার ৩০, বাংলার বাহিরে মঙ্গলকাব্য ৩০, মনসা-মঙ্গল ৩১, মঙ্গল নামের প্রাচীনত্ব ৩৩, মঙ্গল শব্দের বিভিন্ন অর্থ ৩৬, সমাজে মঙ্গল-দেবতা ৩৭, মঙ্গলকাব্যর বিভিন্ন যুগ ৩৮, মঙ্গলকাব্যের পৌরাণিক দেবতা ৪১, জাতীয় সাহিত্যের পরিণতি ৪২
দ্বিতীয় ভাগ
প্রথম অধ্যায় :
বাংলার শৈব সাহিত্য
শিব-গীতিকার প্রাচীনত্ব ৪৩, শুপুরাণে শিব-গীতিকা ৪৪, পৌরাণিক ও লৌকিক শিব ৪৬, নাথ ও শৈব সম্প্রদায় ৪৮, শিবগীতিকার প্রাচীনতম কবি ৪৯, শিবায়নের গল্পসার ৪৯, শিবায়নে বিভিন্ন উপকরণ ৫৩, মধ্যযুগের অন্যান্য সাহিত্যে শিবকাহিনী ৫৫, গোরক্ষনাথ ও নাথপন্থ ৫৮, ধৰ্ম্ম সাহিত্যে শিব-কাহিনী ৬০, সৃষ্টিকর্তা শিব ৬৩, শিব কাহিনীর অসম্পূর্ণতা ৬৫, শৈব তীর্থ চন্দ্রনাথ ৬৫, মৃগলুব্ধ ৬৬, মৃগলুব্ধের গল্পসার ৬৬, মৃগলুব্ধের আদি লেখক ৬৯, রাম রাজ ৭০, রতিদেব ৭২, শৈব সাহিত্যের অন্যান্য লেখক ৭৫, রামেশ্বর ভট্টাচাৰ্য ৭৫, পরিচয় ও গ্রন্থরচনাকাল ৭৭, জাতীয় চরিত্র সৃষ্টিতে শিবায়ন ৮০, রামেশ্বরের আন্তরিকতা ৮৩, রামকৃষ্ণের শিবায়ন ৮৪, শিবের গাজন ৮৫, সমাজে লৌকিক শিবের পরিণাম ৮৮, ভারতচন্দ্রের শিব কাহিনী ৮৯, পৌরাণিক আদর্শের প্রতিষ্ঠা ৯১, আগমনী-বিজয়-গান ৯১, উদ্ভব ৯১, বিষয়বস্তু ৯৩, আগমনী গানে রামপ্রসাদ ৯৪, রামবসু ৯৫, পরিণতি ৯৬
দ্বিতীয় অধ্যায় :
সর্পপূজার ইতিহাস –পদ্মাপুরাণ
মনসা-মঙ্গলের প্রাচীনত্ব ৯৭, সর্পপূজার উদ্ভব ৯৮, ভারতে সর্প পূজার প্রাচীনত্ব ৯৯, সর্পদেবীর উদ্ভব ১০৫, তান্ত্রিক বৌদ্ধ জাঙ্গুলী দেবী ১০৮, জাঙ্গুলীর প্রাচীনত্ব ১১০, সরস্বতী ও জাঙ্গুলী ১১১, জাঙ্গুলী ও মনসা ১১২, বঙ্গে দক্ষিণ সংস্কার ১১২, মুদমা দেবী ১১৪, মনে মঞ্চস্মা ১১৫, মনে মঞ্চস্মা ও মনসা ১১৬, মুদমা ও মনে মঞ্চস্মা ১১৭, মনসা নামের উৎপত্তি ১১৮, পূজা প্রবর্তনকাল ১১৮, ভাস্কর্যে মনসা মূর্তি ১১৯, ইহাদের ঐতিহাসিক মূল্য ১২২, মহাভারতের নাগ কাহিনী ও মনসা ১২৩, পদ্মাপুরাণের গল্প ১২৬, কাহিনীর উদ্ভব ১৩১, কাহিনীর সত্যাংশ ১৩৩, পদ্মপুরাণের ঐতিহাসিকতা ১৩৪, কাহিনীর উদ্ভবে বিহারের দাবী ১৩৬, দাক্ষিণাত্যের দাবী ১৩৯, দাক্ষিণাত্য ও বাংলার সংস্কার ১৪২, কাহিনীর উদ্ভবকাল ১৪৩, প্রথম রচনাকাল ১৪৪, আদি কবি হরিদত্ত ১৪৫, হরিদত্তের সময় ১৪৬, পরিচয় ও প্রচার ১৪৯, পদের পরিণতি ১৫০, নারায়ণ দেব ১৫১, নারায়ণের আদর্শ ১৫৮, রচনা-পরিচয় ১৫৯, পাণ্ডিত্য ১৬০, কবিত্ব ১৬১, প্রচার ১৬২, আসামে নারায়ণ দেব ১৬৪, বিজয়গুপ্ত ১৬৬, কাব্যের দোষগুণ ১৬৭, বিজয় গুপ্তের ছন্দ-সৃষ্টি ১৬৮, পাণ্ডিত্য ১৬৯, প্রচার ১৬৯, বিজয় গুপ্তের প্রামাণিকতা ১৭২, নারায়ণ ও বিজয় ১৭২, বিপ্রদাস ১৭৫, রচনাকাল ১৭৬, ষষ্ঠীর পরিচয় ১৭৭, পাণ্ডিত্য ১৭৯, দ্বিজবংশী দাস ১৮০, সময় ১৮১, দ্বিজবংশীর কাব্যে চণ্ডী ১৮৩, পরিচয় ১৮৪, ভক্তবংশী দাস ১৮৭, চরিত্র সৃষ্টি ১৮৮, ক্ষেমানন্দ ১৯০, সময় ১৯২, দোষগুণ ১৯২, কালিদাস ১৯৩, জীবন মৈত্র ১৯৪, কাব্য-পরিচয় ১৯৬, রচনার দোষ ১৯৭, মনসা-মঙ্গলের কবিগণ ১৯৮, বাইশ ২০১, মনসামঙ্গলের প্রচার ২০১, চাঁদসদাগর ২২, বেহুলা ২০ ৪, সনকা ২৬, মনসা ২০৬
তৃতীয় অধ্যায় :
মঙ্গলচণ্ডী পূজার ইতিহাস
চণ্ডীমঙ্গল শক্তিপূজা ২০৮, চণ্ডীর অনাৰ্য উদ্ভব ২১০, ব্যাধের দেবতা ২১১, বতারা ২১২, বজধাত্বীশ্বরী ২১৩, বাশুলী ২১৪, তন্ত্রে চণ্ডী ২১৯, চণ্ডীর উৎপত্তি ২২০, স্ত্রী সমাজের দেবতা ২২৪, কাহিনীর বিভাগ ২২৫, কাহিনীর বৌদ্ধ উদ্ভব ২২৬, আস্থা ও চণ্ডী ২৩০, ডাকিনী ও চণ্ডী ২৩১, কৃত্তিবাসে চণ্ডী ২৩৬, ভাস্কর্যে চণ্ডী ২৩৬, দুর্গা ও চণ্ডী ২৩৯, কালকেতুর উপাখ্যান ২৩৯, ধনপতি সদাগরের উপাখ্যান ২৪২, চণ্ডীপূজার আদিস্থান ২৪৯, চণ্ডীমঙ্গলে সৃষ্টিতত্ব ২৫৩, কাহিনীর ঐতিহাসিকতা ২৫৪, ঐতিহাসিক মুল্য ২৫৬, কাহিনীর আদি রচয়িতা—মাণিক দত্ত ২৫৭, কবির সময় ২৫৮, বাসস্থান ২৫৯, পরিচয় ২৬০, রচনার দোষগুণ ২৬২, প্রক্ষিপ্ত রচনা ২৬৩, মাধবাচাৰ্য ২৬৪, মাধবের কবিত্ব ২৬৫, কাব্যের পরিণতি ২৬৮, প্রচার ২৬৯, মুকুন্দরাম ২৭০, পরিচয় ২৭৩, রচনাকাল ২৭৫, প্রক্ষিপ্ত পদ ২৭৭, কবির কাল সম্বন্ধে বিভিন্ন মত ২৮১, কবির জীবন ২৮১, ধর্মমত ২৮২, কাব্যের উপাদান ২৮২, কবিত্ব ২৮৩, বঙ্গসাহিত্যে মুকুন্দরামের প্রভাব ২৮৫, কাব্যের প্রভাব ২৮৬, মুক্তারাম সেন ২৮৬, পরিচয় ২৮৭, সময় ২৮৯, কবিত্ব ২৯০, দ্বিজ হরিরাম ২৯১, গ্রন্থের প্রামাণিকতা ২৯২, ভারতচন্দ্র ২৯২, অন্নদামঙ্গল ২৯৬, কাহিনী-ভাগের স্বাতন্ত্র্য ২৯৭, পৌরাণিক প্রভাব ২৯৭, ভারতের বৈশিষ্ট্য ৩০০, কবিত্ব ৩০১, মুকুন্দরাম ও ভারতচন্দ্র ৩০২, ঘনরাম ও ভারতচন্দ্র ৩০৪, ভবানীশঙ্কর ৩০৬, কাব্যপ্রচার ও কাব্যগুণ ৩৫৮, জনার্দনের চণ্ডী ৩০৯, রচনাকাল ৩১০, পাচালী ও মঙ্গলকাব্য ৩১০, দুর্গামঙ্গল ৩১১, চণ্ডীকাব্য বিচার ৩১২, দেব চরিত্র ৩১৪, ফুল্লরা ৩১৬, খুল্লন ৩১৮, লহনা কালকেতু ধনপতি ৩১৯, ভাড়ু দত্ত ৩২০, কাব্যের পরিণতি ৩২০
চতুর্থ অধ্যায় :
ধৰ্ম্মপূজার ইতিহাস
ধৰ্ম্মমঙ্গল পূর্ব ভারতের সংস্কৃতি ও গ্রামদবে ৩২১, রাঢ়ভূমি ৩২৩, পাল ও সেন রাজত্বে রাঢ় ৩২৪, ধৰ্ম্ম ঠাকুর ৩২৫, ধৰ্ম্ম ঠাকুরের মাহাত্ম ৩২৭, পূজারী ৩২৮, ধৰ্ম্মপূজা ৩২৯, গঙ্গার পূৰ্ব্ব তীরে ধৰ্ম্মপূজা ৩৩২, মালদহে ধৰ্ম্মপূজা ৩৩৪, রাঢ়ে বৌদ্ধধৰ্ম্ম ৩৩৫, ধৰ্ম্ম ঠাকুরে বৌদ্ধ প্রভাব ৩৩৭, ধৰ্ম্ম সাহিত্যে সৃষ্টিতত্ত্ব ৩৩৯, সৃষ্টিতত্বের কাহিনীর উদ্ভব ৩৪২, ধর্ম ঠাকুরে হিন্দু প্রভাব ৩৪৪, ধৰ্ম্মপূজা-বিধান ৩৪৫, ধর্ম ও যম ৩৪৬, ধৰ্ম্মপূজা ও বৌদ্ধধর্ম ৩৪৭, অস্পৃশ্য সমাজ ও বৌদ্ধ ধর্ম ৩৪৯, ধৰ্ম্মপূজা কি বৌদ্ধধর্মের শেষ? ৩৫০, নিরঞ্জনের কল্পনা ও ধৰ্ম্মপূজা ৩৫১, বিষ্ণু ও ধৰ্ম্ম ঠাকুর ৩৫২, ধৰ্ম্ম-বিষ্ণু, শিব, না যম ? ৩৫৫, আদি মানবের প্রস্তর পূজা ৩৫৬, ধর্মপূজার প্রসার ৩৫৭, ধৰ্ম্মমঙ্গলের গল্প ৩৫৯, কাহিনীর ঐতিহাসিক মূল্য ৩৬৯, ধর্মপাল ও দেবপাল ৩৭০, ঈশ্বর ঘােষের তাম্রশাসন ৩৭১, গৌড়েশ্বর কি লক্ষ্মণসেন ? ৩৭২, ঈশ্বর ঘােষ কে? ৩৭৩, লাউসেন ৩৭৪, ময়নানগর কোথায় ? ৩৭৭, ইছাই ঘােষ ৩৭৮, কর্ণসেন ৩৮১, হরিশ্চন্দ্র রাজার গল্প ৩৮৩, হরিশ্চন্দ্র কি ঐতিহাসিক ব্যক্তি? ৩৮৫, ধৰ্ম্মপূজার আদিস্থান ৩৮৮, কাহিনী রচনার কাল ৩৯০, রামাই পণ্ডিত ৩৯১, আবির্ভাব কাল ৩৯২, শূন্যপুরাণ ৩৯৩, শূন্যপুরাণ কি মঙ্গলকাব্য? ৩৯৪, ধর্মমঙ্গলের আদি রচয়িতা ৩৯৫, গোসাই পণ্ডিতের গ্রন্থ ৩৯৫, ময়ূর ভট্ট ৩৯৬, নব্যময়ূর ভট্ট ৩৯৮, ময়ুর ভট্টের পরিচয় ৪০০, হাকন্দপুরাণ ৪১, রূপরাম ৪০২, জীবনী ৪৫৩, রূপরাম ও মাণিক ৪৫, খেলারাম ৪০৬, মাণিকরাম ৪৪৬, রচনাকাল ৪ ০৭, এন্থেৎপত্তির কারণ ৪১০, কাব্য পরিচয় ৪১৩, কবিত্ব ৪১৪, সীতারাম ৪১৫, কাব্য বিচার ৪১৬. রামদাস আদক ৪১৭, ঘনরাম ৪১৯, রচনা-সমাপ্তি ৪১৯, পরিচয় ৪২০, পাণ্ডিত্য ৪২২, কপূর চরিত্রের সার্থকতা ৪২৫, অন্যান্য প্রভাব ৪২৫, করুণ ব্ৰস ৪২৭, রামচন্দ্র ৪২৯, সহদেব ৪৩৪, কাব্য পরিচয় ও কাব্য বিচার ৪৩১, নরসিংহ ৪৩৩, গােবিন্দরাম ৪৩৪, প্রাচীনত্বের প্রমাণ ৪৩৫, রামনারায়ণ ৪৩৬, অন্যান্য কবি ৪৩৬, ধর্ম সাহিত্যের প্রসার ৪৩৭, ধৰ্ম্মমঙ্গলে রামায়ণের প্রভাব ৪৩৯, রুচি-দুষ্টির সূচনা ৪৪১, নাথ সাহিত্যের প্রভাব ৪৪২, চরিত্র বিচার—লাউসেন ৪৪৪, রঞ্জাবতী ৪৪৬, গৌড়েশ্বর ৪৪৯, মহামদ পাত্র ৪৪৯, কানড়া ৪৫০, কালুডােম ৪৫২, লখাই ডােম্নী ৪৫২, কাব্যের পরিণতি ৪৫৪
তৃতীয় ভাগ
অপ্রধান মঙ্গলকাব্য সমূহ
অন্যান্য মঙ্গল কাব্যের বিশেষত্ব ৪৫৫, কালিকামঙ্গল ৪৫৬, কালীর অন্যাৰ্য উদ্ভব ৪৫৬, কালীর বিভিন্ন প্রকৃতি ৪৫৭, চোরের দেবতা ৪৫৮, কালিকা-মঙ্গলের গল্প ৪৫৮, কাহিনীর লৌকিক উদ্ভব ৪৬৩, সংস্কৃতে বিদ্যাসুন্দরের কাহিনী ৪৬২, কাহিনীর মূল ৪৬২, বাংলার বিদ্যাসুন্দত্ব ৪৬৩, আদি রচয়িতা ৪৬৪, কঙ্কের জীবন ৪৬৫, কাব্য বিচার ৪৪৩, গােবিন্দদাস ৪৬৭, কৃষ্ণরাম ৪৬৮, রচনাকাল ৪৬৮, বলরাম চক্রবর্তী ৪৭, কবির নিবাস ৪৭১, কাব্যের বৈশিষ্ট্য ৪৭৩, রামপ্রসাদ ৪৭৩, কবির জীবন ৪৭৫, ধর্মমত ৪৭, রচনাকাল ৪৭৭, বিষয়-বস্তু ৪৭৭, কবি প্রতিভা ৪৭৮, ভারতচন্দ্র ৪৭৯, বিদ্যাসুন্দর ৪৮৭, প্রাচীন সাহিত্যে নীতির স্থান ৪৮১, কাব্যগুণ—রসসৃষ্টি ৪৮২, ভাষা ৪৮৩, ছন্দ ও মিল ৪৮৪, চরিত্র সৃষ্টি ৪৮৪, হীরা মালিনী ৪৮৫, বিদ্যা ৪৮৬, কাব্যের পরিণতি ৪৮৭, শীতলামঙ্গল ৪৮৭, শীতল ও হারীতী ৪৯৯, শীতলক্ষ্ম ও শীতল। ৪৯৩, শীতলা ও দক্ষিণাত্যের গ্রাম্য দেবতা ৪৯৩, শীতলা মঙ্গলের গল্প ৪৯৫, কাহিনীর বৈশিষ্ট্য ৪৯৯, নিত্যানন্দ ৫০০, দৈবকীনন্দন ৫০২, রায় মঙ্গল —আদিম সমাজে ব্যাপূজা ৫৯৫, প্রাচীন ভারতে ব্যাঘ্রপূজা ৫০৫, বাংলায় ব্যাঘ্র পূজা ৫০৭, দক্ষিণরায় ৫০৮, প্রাচীন সাহিত্যে ব্যাঘ্রের কাহিনী ৫০৯, মুসলমান সমাজে বনবিবি ৫০৯, দক্ষিণ রায়ের গল্প ৫১০, আদি কবি মাধবাচাৰ্য ৫১১, কৃষ্ণরামের গ্রন্থেৎপত্তি ৫১২, পরিচয় ৫১৪, দক্ষিণরায় স্থানীয় দেবতা ৫১৫, বাসুলী মঙ্গল-বাসুলীর পরিচয় ৫১৬, বিসলমরী ও বাসুলী ৫১৭, তীর্থ মঙ্গল—স্বতন্ত্র বিষয়ক মঙ্গল কাব্য ৫১৮, রচয়িতা ৫১৯, উপসংহার ৫২১
পরিশিষ্ট
(ক) বলরাম কবিকঙ্কণ ৫২৩ (খ) মঙ্গলকাব্যে প্রচলিত সাধারণ কতকগুলি শব্দ ও তাহাদের ব্যাখ্যা ৫২৬।
বইয়ের নাম - বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস (Bangla Mangalkabyer Itihas)
বইয়ের লেখক - আশুতোষ ভট্টাচার্য (Ashutosh Bhattachary)
বইয়ের আকার - 28 MB
মোট পৃষ্ঠা - 572
ধরণ - Linguistics And Languages