-->

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর ।। প্রথম পর্ব

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কিছু সাধারণ প্রশ্ন দেওয়া হয়। পরবর্তী পর্বে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরের দেওয়া হবে।

 

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর ।। প্রথম পর্ব

 

 

ক্রমিক সংখ্যা

প্রশ্ন

উত্তর

শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি কে আবিষ্কার করে?

বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কত সালে আবিষ্কার করেন?

১২১৬ বঙ্গাব্দে বা ১৯০৯ খ্রীষ্টাব্দে

বসন্তরঞ্জন রায় কোথা থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি আবিষ্কার করেন?

বাঁকুড়া জেলার বন-বিষ্ণুপুরের নিকবর্তী কাকিল্যা গ্রাম থেকেদেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে।

শ্রীকৃষ্ণকীর্তন নামটি পুথির কোথায় আছে?

প্রাপ্ত পুথিতে কোথাও শ্রীকৃষ্ণকীর্তন নামটি নেই। এ নামটি একালে, পুথির আবিষ্কারক ও সম্পাদক তাঁর ছাপা গ্রন্থেই প্রথম দিয়েছেন।

শ্রীকৃষ্ণকীর্তন পুথিটি এখন কোথায় আছে?

বঙ্গীয় সাহিত্য পরিষৎ পুথিশালায়। ঠিকানা-১৪৩/১, আচার্য প্রফুল্লচন্দ্ররোড, কলকাতা-৭০০০০৬।

শ্রীকৃষ্ণকীর্তন পুথিতে কত রকমের লিপি / হাতের লেখা আছে?

তিন রকমক) প্রাচীন লিপি, খ) প্রাচীন লিপির হুবহু অনুকর- লিপি, গ) পরবর্তী কালের লিপি।

শ্রীকৃষ্ণকীর্তন পুথি কীসের উপর লেখা?

তুলোট কাগজের উপর লেখা।

শ্রীকৃষ্ণকীর্তনের রচনাকাল কত?

পণ্ডিতদের মতে, পঞ্চদশ শতাব্দী।

শ্রীকৃষ্ণকীর্তন কত সালে প্রথম মুদ্রিত বা প্রকাশিত হয়?

১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খ্রীষ্টাব্দে।

১০

শ্রীকৃষ্ণকীর্তন প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতা থেকে।