রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১।‘যোগাযোগ’ উপন্যাসটি কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
উ: যোগযোগ উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় ধারাবাহিকভাবে (১৩৩৪ আশ্বিন-১৩৩৫ চৈত্র) প্রকাশিত হয়েছিল।
২। প্রথম দুই সংখ্যায় 'যোগাযোগ' উপন্যাসটির নাম কি ছিল ?
উ: যোগাযোগ উপন্যাসের প্রথম দুই সংখ্যায় নাম ছিল ‘তিনপুরুষ'।
৩। ‘যোগাযোগ' নামটি কোন সংখ্যা থেকে চালু হয় ?
উ: ‘বিচিত্রা' পত্রিকার তৃতীয় সংখ্যা থেকে।
৪। 'বিচিত্রা' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উ: বিচিত্রা পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।
৫। গ্রন্থাকারে যোগাযোগ কত সালে প্রকাশিত হয় ?
উ: ১৩৩৬ বঙ্গাব্দের আষাঢ় মাসে (১৯২৯ খ্রীঃ)।
৬। যোগাযোগের পূর্ববর্তী ও পরবর্তী উপন্যাস দুটি কি কি ?
উ: পূর্ববর্তী উপন্যাস ‘ঘরেবাইরে' (১৯১৬), পরবর্তী ‘শেষের কবিতা' (১৯২৯)।
৭। ‘যোগাযোগ' উপন্যাসের তিন পুরুষ বলতে তুমি কাদের বোঝ ?
উ: মধুসূদন ঘোষাল, তাঁর পিতা আনন্দ ঘোষাল এবং মধুসূদনের পুত্র অবিনাশ ঘোষাল।
৮। বিপ্রদাসের ছোট ভাই-এর নাম কি ?
উ: বিপ্রদাসের ছোট ভাইয়ের নাম সুবোধ ।
৯। ‘যোগাযোগ' উপন্যাসে সর্বমোট ক'টি অধ্যায় আছে ?
উ: ‘যোগাযোগ' উপন্যাসে সর্বমোট ৫৮টি অধ্যায় আছে।
১০। কুমুর পিতা-মাতার নাম কি ?
উ: কুমুর পিতা-মাতার নাম মুকুন্দলাল চাটুজ্যে ও নন্দরানী।
১১। মধুসূদনের ছোট ভাই-এর নাম কি?
উ: মধুসূদনের ছোট ভাইয়ের নাম রাধু।
১২। চাটুজ্যেদের বিখ্যাত সর্দারের নাম কি ?
উ: চাটুজ্যেদের সর্দারের নাম দাশু।
১৩। বিপ্রদাসের সহপাঠীর নাম কি?
উ: বিপ্রদাসের সহপাঠীর নাম অমূল্যধন ।
১৪। নীলমণি ঘটক কার পুত্র ?
উ: নীলমণি ঘটক গঙ্গামণি ঘটকের পুত্র।
১৫। কুমুর কত বছর বয়সে প্রথম বিবাহের সম্বন্ধ হয়েছিল ?
উ: ১০ বছর বয়সে কুমুর প্রথম বিবাহের সম্বন্ধ হয়েছিল।
১৬। অবিনাশ ঘোষাল কে? তাঁর কততম জন্মদিন দিয়ে উপন্যাস সূচনা হয়েছে ?
উ: ‘যোগাযোগ' উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র মধুসূদনের পুত্রের নাম অবিনাশ। তাঁর ৩২তম জন্মদিন দিয়ে উপন্যাস সূচনা হয়েছে।
১৭। ঘোষালদের পূর্বপুরুষদের আদি বাসস্থান কোথায় ছিল?
উ: ঘোষালদের আদি বাসস্থান ছিল সুন্দরবন অঞ্চলের দিকে।
১৮। ঘোষালদের সাবেক গ্রামটির নাম কি ?
উ: ঘোষালদের সাবেক গ্রামটির নাম শেয়াকুলি।
১৯। চাটুজ্যেদের সঙ্গে ঘোষালদের কি নিয়ে বিবাদ বেধেছিল?
উ: দেবতার পূজা নিয়ে। ঘোষালরা চাটুজ্যেদের প্রতিমার থেকে দু হাত উঁচু প্রতিমা গড়েছিল। ঘোষালদের পর্যদস্তু করতে চাটুজ্যেরা প্রতিমা বিসর্জনের রাস্তায় এমনভাবে তোরণ নির্মাণ করল যাতে ঘোষালদের প্রতিমার মাথা ঠেকে যায়। ঘোষলদের লোক তোরণ ভাঙতে এলে দুপক্ষে সংঘাত দেখা দেয়।
২০। মধুসূদনের বাবার নাম কি? তাঁর জীবিকা কি ছিল ?
উ: মধুসূদনের বাবার নাম আনন্দ ঘোষাল। তিনি মুহুরির কাজ (রজবপুরের আড়তদারে) করতেন।
২১। মধুসূদনের প্রথম শিক্ষা কোথায় ?
উ: মফঃস্বলের স্কুলে মধুসূদনের প্রথম শিক্ষা হয়েছিল।
২২। মধুসূদনের প্রধান ছাত্রবন্ধুর নাম কি ?
উ: মধুসূদনের প্রধান ছাত্রবন্ধুর নাম কানাই গুপ্ত।
২৩। মধুসূদনের বাড়ির নাম কি ? এ নাম কার দেওয়া ?
উ: মধুসূদনের বাড়ির নাম মধুচক্র। কলেজের সংস্কৃত অধ্যাপকের দেওয়া।
২৪। কুমুর বাড়ি কোথায় ?
উ: কুমুর বাড়ি নুরনগরে।
২৫। কুমুর দিদি ও দাদা কজন ?
উ: কুমুর দিদি চারজন এবং দাদা দুজন।
২৬। কুমু ও বিপ্রদাসের বাবার নাম কি?
উ: কুমু ও বিপ্রদাসের বাবার নাম মুকুন্দলাল চাটুজ্যে।
২৭। কুমুর মায়ের নাম কি ?
উ: কুমুর মায়ের নাম নন্দরানী।
২৮। কুমুর ছোটদার নাম কি? তিনি কি করতেন ?
উ: সুবোধ চট্টোপাধ্যায়। বিলেতে ব্যারিস্টারি পড়তেন।
২৯। বিপ্রদাস নুরনগর ত্যাগ করে কলকাতার কোথায় থাকতেন ?
উ: বিপ্রদাস নুরনগর ত্যাগ করে কলকাতার বাগবাজারের কাছে একটি বাড়িতে থাকতেন।
৩০। মধুসূদন-কুমুর বিবাহের ঘটক কে ছিলেন ?
উ: নীলমণি ঘটক ছিলেন মধুসূদন-কুমুর বিবাহের ঘটক।
৩১। কুমুর হাত দেখে কে বলেছিলেন যে কুমু রাজরানী হবে ?
উ: কিনু আচার্য কুমুর হাত দেখে বলেছিলেন কুমু রাজরানী হবে।
৩২। কুমু ও মধুসূদনের সম্বন্ধকে কে বলেছিলেন 'প্রজাপতির নির্বন্ধ' ?
উ: নীলমণি ঘটক কুমু-মধুসূদনের সম্বন্ধকে বলেছিলেন প্রজাপতির নির্বন্ধ ।
৩৩। কুমুর পিতা মারা যাবার সময় কুমুর বয়স কত ছিল ?
উ: কুমুর পিতা মারা যাবার সময় কুমুর বয়স ছিল ১০ বছর।
৩৪। কুমুর মেজো জা-এর নাম কি ?
উ: নিস্তারিণী (সবাই তাকে মোতির মা বলে ডাকে)।
৩৫। রাজা উপাধি পাওয়ার পর মধুসূদনের কলকাতার বাড়ির কি নাম হয় ?
উ: রাজা উপাধি পাওয়ার পর মধুসূদনের কলকাতার বাড়ির নাম হয় মধুপ্রাসাদ।
৩৬। কত বছর বয়সে কুমুর বিবাহ হয় ?
উ: ১৯ বছর বয়সে কুমুর বিবাহ হয়।
৩৭। কুমুর মেজো জা-এর ছেলের নাম কি ? তার বয়স কত ?
উ: কুমুর মেজো জা-এর ছেলের নাম মোতিলাল ঘোষাল। তার বয়স ছিল ৭ বছর।
৩৮। কুমু হাবুলকে কি বলে ডাকত ?
উ: কুমু হাবুলকে গোপাল বলে ডাকত।
৩৯। মধুসূদনের বাড়ির ম্যানেজার কে ?
উ: মধুসূদনের বাড়ির ম্যানেজার তার মেজভাই নবীন।
৪০। নবীন ছাড়া মধুসূদনের আর কটি ভাই আছে ? তারা কোথায় থাকে ?
উ: নবীন ছাড়া মধুসূদনের আর দুটি ভাই আছে। তারা থাকে রজবপুরে।
৪১। মোতির মা শ্যামার সঙ্গে কি সম্পর্ক পাতিয়েছিল ?
উ: মোতির মা শ্যামার সঙ্গে ‘বকুলফুল’ সম্পর্ক পাতিয়েছিল।
৪২। কালু মুখুজ্যে কুমুকে কি বলে ডাকত ?
উ: কালু মুখুজ্যে কুমুকে ছোটখুকি বলে ডাকত।
৪৩। নবীন কুমুকে কি বলে ডাকত ?
উ: নবীন কুমুকে বউরানী বলে ডাকত।
৪৪। মোতির মা কুমুর সঙ্গে কি সম্পর্ক পাতিয়েছিল ?
উ: মোতির মা কুমুর সঙ্গে 'মনের কথা' সম্পর্ক পাতিয়েছিল।
৪৫। কোন্ মাসে কুমু মধুসূদনের বিবাহ হয়েছিল ?
উ: অগ্রহায়ণ মাসে।
৪৬। মধুসূদন কোন্ গণৎকারের কাছে হাত দেখিয়েছিলেন ?
উ: বেঙ্কটস্বামী নামক গণৎকারের কাছে হাত দেখিয়েছিলেন।
৪৭। বেঙ্কটস্বামী কি প্রকৃতই গণৎকার ?
উ: না। নবীন দাদা মধুসূদনের চারিত্রিক ও মানসিক পরিবর্তন আনতে একজন সাধারণ মানুষকে মিথ্যা বেঙ্কটস্বামী সাজিয়ে ছিলেন।
৪৮। বিপ্রদাসের আদি নিবাস কোথায় ?
উ: বিপ্রদাসের আদি নিবাস ছিল নুরনগরে।
৪৯। মধুসূদনের আদি নিবাস কোথায় ?
উ: মধুসূদনের আদি নিবাস ছিল রজবপুরে।
৫০। “এ তো রজবপুরের আন্দো মুহুরির ছেলে”—কার সম্পর্কে কে একথা বলেছে?
উ: মধুসূদনের সম্পর্কে তেলেনিপাড়ার তিনকড়ি বুড়ি একথা বলেছিলেন।
৫১। “আমরা ব্রাহ্মণ, পুণ্যকর্ম আমাদের”—বক্তা কে ?
উ: বিপ্রদাস।
৫২। “গোরার রূপে লাগল রসের বান...” কার রূপ দেখে কে এই গান স্মরণ করেছিলেন ?
উ: বিপ্রদাসের রূপ দেখে মোতির মা এই গান স্মরণ করেছিলেন।
৫৩। তিশি চালানের কাজে মধুসূদনের কত টাকা লাভ হয়েছিল ?
উ: বিশ লাখ টাকা ।
৫৪। “তোমার স্বামী আমার দেওর” কার স্বামী ও কার দেওরের কথা বলা হয়েছে ?
উ: কুমুর স্বামী ও শ্যামার দেওরের কথা বলা হয়েছে।
৫৫। “ওর মতো সস্তা ছেলে আর কেউ নেই।”—সস্তা ছেলেটি কে? বক্তা কে ?
উ: হাবুল। বক্তা নিস্তারিণী তথা মোতির মা।
৫৬। “পোষ মানতে সময় লাগবে।”—কে কাকে এ কথা বলেছে?
উ: শ্যামাসুন্দরী দেবর মধুসূদনকে একথা বলেছে।
৫৭। “দেখো নিষ্ঠুর হও তো হোয়ো, কিন্তু ছোটো হোয়ো না” —কে কাকে এই কথা বলেছে।
উ: কুমুদিনী বলেছে মধুসূদনকে বলেছে।
৫৮। “এখন মুখে কিছু দেবে এসো”— কে কাকে এই অনুরোধ করেছে?
উ: মোতির মা কুমুকে এই অনুরোধ করেছে।
৫৯। “প্রত্যেক শব্দেই মনে হচ্ছে ঐ বুঝি আসছে।”—কার এরূপ মনে হয়েছে?
উ: মধুসূদনের।
৬০। “এ বাড়িতে টিকটিকি মাছি ধরতে পারে না কর্তার হুকুম ছাড়া,”—কর্তা কে? বক্তা কে ?
উ: কর্তা মধুসূদন। বক্তা নবীন ৷
৬১। “বেলা যায় যায় তবু গোধূলির ছায়া পড়েনি”—কার সম্পর্কে এই কথা বল হয়েছে?
উ: শ্যামাসুন্দরী সম্পর্কে একথা বলা হয়েছে।
৬২। “বাড়িসুদ্ধ সবাই তোমাকে স্ত্রৈণ বলে জানে।”—কে কাকে একথা বলেছে?
উ: মোতির মা তাঁর স্বামী নবীনকে একথা বলেছেন ।
৬৩। “ বোধ হয় সাত বছর সশ্রম ফাঁসির হুকুম হবে।”—বক্তা কে ?
উ: নবীন।
৬৪। মধুসূদন কুমুকে কি বলে ডাকতেন?
উ: মধুসূদন কুমুকে বড়োবউ বলে ডাকতেন ৷
৬৫। “আমার যথেষ্ট ধন নেই”—কার এরূপ মনে হয়েছে ?
উ: মধুসূদনের।
৬৬। “তোমার মন কি পাথরে গড়া?” — কে কাকে এ কথা জিজ্ঞাসা করেছে ?
উ: মধুসূদন কুমুকে এ কথা জিজ্ঞেসা করেছে।
৬৭। “তোমাদের চাল আমার অভ্যাস নেই”—কে কাকে বলেছে ?
উ: কুমু বলেছে মধুসূদনকে ।
৬৮। “আমি বউরানীকে হাসাব।” বক্তা কে?
উ: নবীন।
৬৯। “উনিশ বছরের কুমারীর জন্য শাস্ত্র লেখা হয়নি।”—কে কাকে একথা বলেছে?
উ: মোতির মা কুমুকে বলেছে ।
৭০। ‘আমাকে মেরে ফেলো তুমি’ —কার কাছে কে এই কথা বলেছে ?
উ: মধুসূদনের কাছে শ্যামা একথা বলেছে।
৭১। বিপ্রদাসের খানসামার নাম কি ?
উ: গোকুল।
৭২। “মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম।” —কার এরূপ মনে হয়েছে?
উ: বিপ্রদাসের।
৭৩। “কেবল আমি নবীনকে, মোতির মাকে, হাবুলকে ভালোবাসি।” —বক্তা কে?
উ: কুমু ।
৭৪। “ঘোষাল-বংশের ইষ্টিদেবতা কি তোমাকে সহজে ছুটি দেবেন?”—কে কাকে একথা বলেছে?
উ: মোতির মা কুমুকে বলেছে।
বাংলা ভাষা ও সাহিত্যের আরো নোট পেতে সাহিত্য বাংলা WhatsApp Group-এ যুক্ত হন